Madhyamik Suggestion 2022 | Madhyamik Physical Science Suggestion | 2022 Madhyamik Suggestion | মাধ্যমিক সাজেশন ২০২২ |

Madhyamik Suggestion 2022

মাধ্যমিক সাজেশন ২০২২

ভৌতবিজ্ঞান

পরিবেশের জন্য ভাবনা



পরিবেশের জন্য ভাবনা সাজেশন ২০২২

1. নীচের কোনটি ওজোন ক্ষয় করে না?
(a) NO
(b) N₂O
(c) CO₂
(d) CFC
2. নীচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?
(a) O₂
(b) CH4
(c) CO₂
(d) H20 বাষ্প
3. বায়ুর কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে?
4. জ্বালানির তাপন মূল্যের একক লেখো।
5. স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উচ্চতা কীরূপ পরিবর্তন হয়?
6. স্থিতিশীল উন্নয়নের ধারনাটি কী?
7 বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো।
8.ওজোন স্তরে ওজোনের বিয়োজনে NO-এব ভূমিকা কী?
9. কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশম জ্বালানী?
10.মিথেন হাইড্রেট কী?
11. বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদেরকে কী বলা হয়?
12. মানব স্বাস্থ্য ও পরিবেশর উপর ওজোনস্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো।
13. কোন বড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়?
14. বায়ুমন্ডলের স্তরগুলির মধ্যে কোনটির চাপ সবথেকে বেশি ও কেন?
15. বায়ুমন্ডলের কোন স্তরটি শীতলতম।
16. ওজোর স্তর বিয়োজনে CFC-র ভূমিকা আলোচনা করো।
17. বায়োফুয়েল কী? এর ব্যবহার লেখো।
18. ভ্যান অ্যালেন বিকিরন বলয় কোন স্তরে দেখা যায় ?
19. পুর্ণনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কী বোঝায়?

Madhyamik Physical Science Suggestion 

গ্যাসের আচরণ

গ্যাসের আচরণ সাজেশন ২০২২ 

1. 290K = ?°C
2.মিথেলের আনবিক ওজন 16. এর বাষ্পঘনত্ব কত?
3.বয়েল সূত্র অনুযায়ী PV-P লেখচিত্র অঙ্কন করো।
4.কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্পঘনত্ব 13 হলে তার আনবিক সংকেত নীচের কোনটি হতে পারে?
5.11.2 lit কোনো আদর্শ গ্যাসের জন্য STP তে PV-এর মান কত?
(a)2RT
(b)RT
(c)0.5RT
(d)11.2
6.বয়েল ও চার্লস সূত্রের সমন্বয় রূপটি প্রতিষ্ঠা করো।
7.300K উষ্ণতায় ও760 mmHg চাপে কোনো গ্যাসের আয়তন 300cm3। STP-তে ওই গ্যাসের আয়তন কত হবে?
8. PV=(W/M)RT সমীকরণটিতে M-এর একক কী?
9. স্থির চাপে কত ডিগ্রী সেলসিয়াস উষ্ণতায় চালসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে?
10. স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হল। গ্যাসটির অস্তিম আয়তনের সঙ্গে প্রথম আয়তনের অনুপাত কত?
11. একই উষ্ণতায় সমসংখ্যক হিলিয়াম ও হাইড্রোজেন পরমাণু দুটি অনুরূপ গ্যাসজারে রাখা আছে। তাদের চাপের অনুপাত কত হবে?
12. কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কী বোঝায়? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির দুটি কারণ লেখো।
13. চার্লসের সূত্র অনুসারে V-T লেখচিত্রের প্রকৃতি কী?
14. অ্যাভোগ্যাড্রো সূত্রটি বিবৃত করো।
15. 2A+B-> C; A,B ও C যথাক্রমে তিনটি গ্যাসীয় পদার্থের সংকেত। A ও B -এর বাষ্পঘনত্ব যথাক্রমে 32 ও 16। C-এর বাষ্পঘনত্ব ঘনত্ব নির্ণয় করো।
16. আয়তন স্থির থাকলে গ্যাসের অনুগুলির গতিবেগ বৃদ্ধির ফল কী?
17. আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করে R-এর মান নির্ণয় করো।
18. কোন অবস্থায় বাস্তবগ্যাস আদর্শগ্যাসের মতো আচরণ করে।
19. বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ ও আয়তন উভয়ই বাড়ে। এক্ষেত্রে বয়েলর সূত্র কী লঙ্ঘিত হয়?
20. গ্যাসের অণুর গতিশীলতার স্বপক্ষে দুটি যুক্তি দাও।

2022 Madhyamik Suggestion

রাসায়নিক গণনা

রাসায়নিক গণনা সাজেশন ২০২২ 

1. STP তে 2.24 litre অধিকার করে
(a) 4.4g CO2
(b) 0.64g SO2
(c) 28g Co
(d) 16gSO2
2. 1 মোল C,1 মোল O2, এর সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করলে CO2 -এর কতগুলি অণু উৎপন্ন হবে?
3. CH4+2O2->CO2 + 2H20 সমীকরণ অনুযায়ী 10 মোল CH4 পোড়াতে STP তে কত আয়তন O2 লাগবে?
4. ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7g হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে কত গ্রাম ফেরাস সালফাইড প্রয়োজন হবে? (Fe= 56, S = 32, H = 1 )
5. 4FeS2 + 1102-> Fe2O3 + SO2;512g SO2 উৎপাদনের জন্য কতগ্রাম Fes2 প্রয়োজন? (Fe = 56. S = 32 O = 16)
6. কোনো ধাতব কার্বনেটের 200g কে উত্তপ্ত করলে 112g ধাতব অক্সাইড ও একটি গ্যাসয় যৌগ উৎপন্ন হয়। গ্যাসীয় যৌগটির বাষ্পঘনত্ব 22। বিক্রিয়াটিতে কত মোল গ্যাসীয় যৌগটি উৎপন্ন হয়?
7. 2Zns + 3O2-> 2ZnO + 2SO2;100 মোল ZnS থেকে (a) কত গ্রাম ZnO এবং (b) কত মোল SO2 উৎপন্ন হবে? (Zn = 65.5, S= 32,0=16)
8.130.8g Fত্তা লঘু H2SO4-এর সঙ্গে সম্পুর্ণরূপে বিক্রিয়া করলে কত গ্রাম H2 উৎপন্ন হবে। STP-তে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন কত? (Zn = 65.4)

আলো

আলো সাজেশন ২০২২ 

1. কোন আপতন কোণের জন্যে লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমের আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়?
2. সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ কী কী?
3. একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুটির প্রতিবিশ্বের প্রকৃতি কীরূপ হবে?
4. একটি আলোকরশ্মি একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে, চ্যুতিকোণ কত হবে?
5. একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পনের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল। এক্ষেত্রে আপতিত ও প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল
(a) 0°
(b) 180°
(c) 90°
(d) 360°
6. একটি বস্তুর দৈর্ঘ্য 5cm। একটি উত্তল লেন্সের সামনে 2cm দূরে এটিকে রেখে 10cm দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত?
7. একটি উত্তল লেন্স থেকে 20cm দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের
ফোকাস দূরত্ব কত? বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক কত?
8. মোটরগাড়ির ভিউ ফাউন্ডারে কোন ধরনের দর্পন ব্যবহার করা হয়? দন্ত চিকিৎসকরা কী ধরনের দর্পন ব্যবহার করেন?
9. একটি উত্তললেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়? দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন?
10. উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করা যায়? কোন ধরনের লেন্সের সাহায্যে দীর্ঘ দৃষ্টি প্রতিকার করা যায়?
11. একটি আলোকরশ্মি প্রিজমের মধ্যে দিয়ে গেলে দেখাও যে, চ্যুতিকোণের মান, δ=i1+i2-A
12. কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 108 m/s হলে ঐ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত?
13. উত্তল লেন্সকে অভিসারী লেন্স কেন বলে?
14. দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পাল্লা কত?
15. সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় সূর্যকে লাল দেখায় কেন?
16. গ্লিসারিনে কাচদন্ড ডোবালে অদৃশ্য হয়ে যায় কেন? অতিবেগুনি রশ্মির একটি ব্যবহার লেখো।
17. স্পর্শ না করে একটি লেন্স উত্তল না অবতল কীভাবে বোঝা যায় ?
18.শুদ্ধ ও অশুদ্ধ বর্ণালী কাকে বলে? শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন?
19. একটি সমতল লেন্সের বক্রতাব্যাসার্ধ কত?

চলতড়িৎ

চলতড়িৎ সাজেশন ২০২২ 

1. তড়িৎ আধানের একক কী?
2 3 ohm ও 6ohm রোধের দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ কত?
3. গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনিতে ফিউজ তার কোন লাইনের সঙ্গে যুক্ত থাকে?
4. বল (V), কার্য (W) ও আধান (a)-এর মধ্যে সম্পর্কটি লেখো।
5. ফিউজ তারের বৈশিষ্ট্য কী?
6. একটি বাড়িতে 2 টি 60 watt এবং 2 টি 80 watt-এর পাখা আছে। বাতি ও পাখাগুলি দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে। মাসে কত খরচ হবে নির্ণয় করো। ( মাস = 30 দিন)
7. তড়িৎপ্রবাহেরর তাপীয় ফল সংক্রান্ত জুলের সুত্রটি লেখো।
8. উষ্ণতা বৃদ্ধিতে অর্থ পরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়?
9. ডায়নামোতে কোন ধরনের শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়।
10. 220V-60W এবং 110V-60W দুটি বাড়ির রোধের অনুপাত নির্ণয় করো।
11. বিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো।
12.r1 ও r2 রোধদুটিকে একই বিভবপ্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল r1 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রা r2 এর মধ্য দিয়ে প্রবাহমাত্রার ছয়গুন। r1 ও r2 এর অনুপাত নির্ণয় করো।
13. বালোচক্রের ঘূর্ণনে কী প্রভাব দেখা যায়?  (a) চুম্বকের মেরুর অবস্থান উল্টে দেওয়া যায়। (b) তড়িৎপ্রবাহমাত্রা বৃদ্ধি করা হয়।
(c) তড়িৎপ্রবাহের দিক উল্টে দেওয়া হয়।
14. আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ, নিউট্রাল ও আর্থ তারের বর্ণ কী?
15. তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো।
16. অ্যাম্পিয়ারের সন্তরণ সুত্রটি লেখো। ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি লেখো।
17. তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো।
18. 42Ω রোধের মধ্য দিয়ে 5A তড়িৎপ্রবাহ চললে প্রতি মিনিটে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে?
19. বৈদ্যুতিক ইস্ত্রির কুণ্ডলীতে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন?
20. তড়িৎক্ষমতা বলতে কী বোঝায়? BOT এককের সংজ্ঞা দাও?
21. সমান দৈর্ঘ্য দুটি যাতব পরিবাহী A ও B-এর রোধাঙ্ক যথাক্রমে 1.6 x 10^-8 ohm-m এবং 3.2 x 10^-8 ohm-m। পরিবাহী দুটিকে আলাদাভাবে একই বিভব প্রভেদে যুক্ত করা হল। এদের প্রস্থচ্ছেদের অনুপাত কী হলে প্রতিটির মধ্যে প্রবাহমাত্রা একই হবে?

পর্যায়সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা

পর্যায়সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা সাজেশন ২০২২ 

1. নীচের মৌলগুলির মধ্যে কোনটি সন্ধগত মৌল নয়?
(a) Fe
(b) Co
(c) Ca
(d) Cr
2. দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণীর সংখ্যা কত?
3. দীর্ঘ পর্যায় শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণিতে অবস্থিত?
4. নীচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়।
(a) ঘনত্ব
(b) গলনাঙ্ক
(c) স্ফুটনাঙ্ক
(d) তেজস্ক্রিয়তা
5. হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন?
6. কীভাবে পরিবর্তিত হয় (পর্যায় ও শ্রেণী বরাবর)।
(a) তড়িৎ ধনাত্মকতা
(b) আয়নীভবন বিভব
(c) পারমানবিক ব্যাসার্ধ
7.নীচের মৌলগুলির পর্যায় সারণিতে অবস্থান লেখো:
11Na,17CI,8O,10Ne
8. একটি নিষ্ক্রিয় মৌলের নাম লেখো। এই মৌলগুলিকে পর্যায় সারণির শূন্য শ্রেণিতে রাখা হয়েছে কেন?
9. I,F,CI, Br-কে আয়নন শক্তির মানের উর্দ্ধক্রমে সাজাও।
10. ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ-পর্যায় সারণীর কোন শ্রেণিতে অবস্থিত।
11. মৌলের কোন ধর্মটি পর্যায়গত নয়।
12. আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত্ত করো।
13. A. B এবং C মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6,8 এবং 10|C একটি নিষ্ক্রিয় মৌল: (a) কোন মৌলটির তড়িৎ-ঋণাত্মকতা
বেশি?
(b) A ও B-এর মধ্যে কোন মৌলটির পরমাণুর আকার কম?
(c) A ও B-এর মধ্যে কোনটির বিজারণ ধর্ম বেশি।
15. উদাহরণ দাও : চ্যালকোজেন, সেতুমৌল, সন্ধিগত মৌল, মুদ্রাধাতু, হ্যালোজেন, ক্ষারীর মৃত্তিকাধাতু, ল্যান্থানাইড।

Madhyamik Physical Science Suggestion

আয়নীয় ও সমযোজী বন্ধন

আয়নীয় ও সমযোজী বন্ধন সাজেশন ২০২২

1. নীচের কোনটি আয়নায় যৌগ?
(a) HCI
(b) CH4
(c) MgCl2
(d)NH3
2. নীচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টকনীতি মান্য হয় না?
(a) NaCl
(b) LiH
(c) KCl
(d) Cao
3. নীচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত?
(a) সোডিয়াম ক্লোরাইড
(খ) হাইড্রোজেন ক্লোরাইড
(গ) ন্যাপথালিন
(ঘ) গ্লুকোজ
4. সমযোজী ও তড়িৎযোজী যৌগের তিনটি পার্থক্য লেখো।
5. লুইস ডট গঠন অঙ্কন করো : NH3, H2O, CH4, N2, CO2, HCI (গ্যাস)
6. কোনটি তড়িৎযোজী ও কোনটি সমযোজী লেখ : KCI, MgO, C2H2, H2, O2, C2H5OH, HCI
7. A ও B দুটি মৌলের পারমানবিক সংখ্যা যথাক্রমে 20 এবং 1। AB যৌগটি কী হবার সম্ভাবনা? মৌলদুটির যোজ্যতা কত? উৎপন্ন যৌগের সংকেত লেখো।
8. কোন ধরনের যৌগে অণুর অস্তিত্ব নেই?
9. একটি তরল ও একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ দাও।
10. 20 এবং 8 পরমাণু ক্রমান্ত বিশিষ্ট দুটি মৌলের মধ্যে কী প্রকার বন্ধন গঠিত হবে।

তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া

তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া সাজেশন ২০২২ 

1. নীচের কোনটি মৃদ্যু তড়িৎ বিশ্লেষ্য?
(a) KOH
(b) CuSO4
(c) H2SO4
(d) CH3COOH
2. নীচের কোনটির তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক?
(a) বিশুদ্ধ জলের
(b) চিনির জলীয় দ্রবণের
(c) তরল হাইড্রোজেন ক্লোরাইডের
(d) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণের
3. তড়িদ বিশ্লেষণে কোন্ প্রকারে তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়? প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িদ্ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো।
4. পিতলের ওপর সোনার তড়িৎলেপন করতে তড়িদ বিশ্লেষ্য হিসাবে কী ব্যবহৃত হয়?
5. একটি অবিশুদ্ধ কপার দন্ড থেকে তড়িবিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িদ বিশ্লেষ্যরূপে কী কী ব‍্যবহৃত করা হয়।
6. তামার চামচের উপর রূপার তড়িৎলেপন করতে ক্যাথোড হিসাবে কী ব্যবহার করা হয়? 7. মৃদু ও তীব্র তড়িদ্ বিশ্লেষ্য কাকে বলে? উদাহরণ দাও।
8. পারদ কি তড়িদ্ বিশ্লেষ্য?
9. লোহার চামচের ওপর নিকেলের তড়িৎলেপন করতে ক্যাথোড ও অ্যানোেডরূপে কী ব্যবহার করবে? তড়িৎবিশ্লেষ্য রূপে কী নেবে?
10. ভোল্টামিটার কী?
11. তড়িৎবিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ কী কী?

Post a Comment

0 Comments