শিশু দিবস
সূচনা :- প্রতি বছরই ১৪ই নভেম্বর দেশের সর্বত্র শিশু দিবস পালিত হয় । বছরের শুরু থেকে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নানা রকম দিবস পালিত হয় —যেমন ১২ই জানুয়ারী যুব দিবস, প্রজাতন্ত্র দিবস, শ্রমদিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস ইত্যাদি । তবে ১৪ই নভেম্বর শিশুদিবস শিশুদের ও কিশোর-কিশোরীদের কাছে একটু অন্যরকম মাত্রা পায় । এদিন বড়োরা একটু বেশি করে শিশুদের প্রতি নজর দেয়, নানা উপহার দেয়, নানান রকম মজার মজার অনুষ্ঠান করে শিশুমনকে ভরিয়ে দেওয়ার চেষ্ঠা করে থাকে ।
শিশুশ্রম ও শিশুদিবস |
শিশুদিবসের তাৎপর্য:- “শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে” । প্রত্যেক শিশুর মধ্যেই থাকে বিরাট সম্ভাবনা । আজকের শিশুরাই আগামীদিনে দেশের কর্ণধার হবে । দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যাবে । বিশ্বের দরজায় পরিচয় করিয়ে দেবে যে আমরা ভারতবাসী । শিশুদিবস পালনের মধ্যে দিয়ে প্রতিটি নাগরিককে মনে করিয়ে দেওয়া হয় যে ছোটরা কোনো হেলাফেলা বা অবহেলার পাত্র নয় । এদের স্বাস্থ, শিক্ষার দিকে আমাদের বেশি করে দৃষ্টি দিতে হবে । শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য অনুকুল পরিবেশ দিতে হবে । এ প্রসঙ্গে কবি সুকান্ত ভট্টাচার্য বলেছেন –“চলে যাব —তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ / প্রাণপনে পৃথিবীর সরাব জঞ্জাল, / এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি -/ নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার “
শিশুশ্রম ও শিশুদিবস |
শিশুশ্রম ও শিশুদিবস :- শিশুর বিচরণ ক্ষেত্র মাতৃক্রোড়, উন্মুক্ত প্রান্তর, শিক্ষাঙ্গন । কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই একবিংশ শতাব্দীতেও বহু শিশুর শৈশব হারিয়ে যাচ্ছে । প্রতিনিয়ত জীবনযুদ্ধে তারা ক্ষতবিক্ষত হচ্ছে । কঠোর পরিশ্রম করে ( পাথর ভাঙ্গা, মালবহন প্রভৃতি ) দুমুটো অন্ন জোগাড় করতে হয় । আবার দুষ্ট চক্রের হাতে পড়ে অনেক শিশু পাচার হয়েও যায় । এইভাবে আমাদের দেশে অকালে কত শিশুকে পৃথিবীর বুক থেকে ঝরে যেতে হচ্ছে ।
উপসংহার :- অশুভ শক্তি থাকবে, চিরদিন ছিল, কিন্তু শেষ পর্যন্ত শুভ শক্তিরই জয় হয় । তাই শিশুকে শিশুর বাসযোগ্য করে তোলার জন্য ব্যক্তিগত ও সরকারী উভয়েরই যৌথভাবে প্রচেষ্টা করে যেতে হবে । প্রতিটি শিশুকে সুস্থভাবে বাঁচার আশ্বাস দিতে হবে । আমাদের মনে রাখতে হবে ফুল আর শিশু সমার্থক । সুন্দর সুন্দর ফুল পেতে গেলে যেমন ফুল গাছের সঠিক পরিচর্যা দরকার তেমনি শিশুরও সঠিক পরিচর্যা প্রয়োজন । শিশুদিবস মানে শুধু উপহার দেওয়া নয় বা বিনোদনের ব্যবস্থা করা নয়, শিশুর অধিকারকে মর্যাদা দেওয়া এবং প্রতিটি শিশু যাতে কোনদিক থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখা।
0 Comments
If you have any doubts, Please let me know.